ময়মনসিংহে একের পর এক ট্রেন দুর্ঘটনার কারণে জবানবন্দী দেয়ার জন্য গৌরীপুর রেলওয়ের তিন কমকর্তা-কর্মচারীকে ঢাকার সাক্ষাতকার বোর্ডে তলব করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) গৌরীপুর রেলওয়ের সিএসএম আবদুল কাদির, পয়েসম্যান মো. ইসমাইল হোসেন ও সিগন্যাল খালাসি জেসমুন আরিফ তৌফিককে ঢাকা তলব করেছেন। এ দিকে একই দিন বাংলাদেশ রেলওয়ের পরিবহন কর্মকর্তা মো. রেজাউল করিমকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কমিটির অপর সদস্যরা হলেন- সিগন্যাল বিভাগের কর্মকর্তা সানোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী সুকুমার রায় এবং এএমাই কর্মকর্তা সাজিদ হাসান নির্জন। এর আগে শুক্রবার (১৬ জানুয়ারী) সন্ধ্যা ৫টা ২০ মিনিটে ফেঞ্চুগঞ্জ থেকে ছেড়ে আসা জামালপুরের তারাকান্দিগামী সারবাহী ট্রেনের একটি বগি গৌরীপুরে লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনার কারণে ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় সাড়ে ৫টা উদ্ধারকাজ শেষে ময়মনসিংহ-চট্টগ্রামসহ সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে উদ্ধারকাজে নিয়োজিত রিলিফ ট্রেনের ২৮০৪নং টুলস ইঞ্জিন শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে লাইনচ্যুত হয়।