ময়মনসিংহ সদরের আলালপুরে শেরপুরগামী এসি ডিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ময়মনসিংহ সদরের আলালপুরে ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী এসি ডিলাক্স বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
বাসের চালক পালিয়ে গেছে বলেও জানান ওসি মাহমুদ।