বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী রয়্যালস। এবারের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলে রাজশাহীর প্রতিপক্ষ ছিল খুলনা টাইগার্স।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফাইনাল এ ম্যাচে মুশফিকুর রহীমের খুলনা টাইগার্সকে ২১ রানে হারিয়েছে আন্দ্রে রাসেলের রাজশাহী।
টসে জিতে প্রথমে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় খুলনা। নির্ধারিত ২০ ওভার শেষে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ১৭০ রান। এর মাঝে আছে ইরফান শুকুরের ৫২ রান। এছাড়া উল্লেখযোগ্য হলো, লিটন দাসের ২৫। অধিনায়ক আন্দ্রে রাসেল ২৭ ও মোহাম্মদ নওয়াজ অপরাজিত থাকেন ৪১ রান নিয়ে।
খুলনার হয়ে মোহাম্মদ ইরফান ২টি, রবি ফ্রাইলিঙ্ক ও শহীদুল ইসলাম নেন একটি করে উইকেট।
জয়ের লক্ষে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা খুলনা। মোহাম্মদ ইরফানের করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই সাজঘরের পথ ধরেন নাজমুল হোসেন শান্ত (০)। পরের ওভারে আবু জায়েদ রাহির শিকার আরেক ওপেনার মেহেদী হাসান মিরাজও (২)। ১১ রানের মধ্যে ২ উইকেট হারায় খুলনা।
সেখান থেকে দলকে অনেকটা এগিয়ে নিয়েছেন শামসুর রহমান শুভ আর রাইলি রুশো। ইনিংসের ১১তম ওভারে রুশোকে (৩৭) ফিরিয়ে রাজশাহীর মুখে হাসি ফোটান মোহাম্মদ নওয়াজ।
দুই ওভার পর খুলনাকে ম্যাচ থেকেই ছিটকে দেন কামরুল ইসলাম রাব্বি। হাফসেঞ্চুরিয়ান শুভকে (৫২) ফেরানোর সঙ্গে মারকুটে আরেক ব্যাটসম্যান নাজিবুল্লাহ জাদরানকেও (৪) তুলে নেন ডানহাতি এই পেসার।
খুলনার শেষ ভরসা হয়ে ছিলেন মুশফিক। আন্দ্রে রাসেলের দুর্দান্ত এক ডেলিভারিতে তিনিও শেষতক বোল্ড হয়ে গেলে শিরোপা স্বপ্ন ভেঙে যায় দলটির।
রাজশাহীর পক্ষে ২টি করে উইকেট নেন মোহাম্মদ ইরফান, আন্দ্রে রাসেল আর কামরুল ইসলাম রাব্বি।