বরগুনার পাথরঘাটায় ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মো: রাসেলকে (২৫) আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে পাথরঘাটা তাতলা বাসস্ট্যান্ড থেকে পুলিশ তাকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরের খাবার শেষে বাড়ির আঙিনায় পুকুরের পাড়ে গেলে সেখান থেকে প্রতিবেশি রাসেল ওই শিশুকে পাশের একটি খালি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে বাড়িতে এসে দদির কাছে জানালে একইদিন তিনি থানায় মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যাবহার করে পাথরঘাটা তাতলা বাস স্টান্ড থেকে পুলিশ তাকে আটক করে। মামলার পরে পুলিশ শিশুটির ডাক্তারি পরীক্ষার সম্পন্ন করেছেন। আটক রাসেল উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের আনছার খানের ছেলে।
পাথরঘাটা থানার ওসি মো: সাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতের মাধ্যমে আটক রাসেলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।