ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সার্কিট হাউজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
এসময় উপস্থিত ছিলেন সিটি মেয়র মো. ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেনসহ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী খেলায় বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টে ময়মনসিংহের তারাকান্দা ভাট্টা বাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে নেত্রকোনা পূর্বধলা বিলকাউসি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপরদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে ময়মনসিংহের হালুয়াঘাট কে কে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে শেরপুর নকলা সাইলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।