স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে স্ত্রী ও মেয়েকে হত্যার পর পালিয়ে গেলেও শাহীনের শেষ রক্ষা হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ সদর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গত বুধবার খাগডহর ঘন্টি এলাকায় স্ত্রী সন্তানকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ও এসময় বড় মেয়ে লাবণ্য ঘটনা দেখে ফেলায় শাহীন তাকেও হত্যার চেষ্টা করে। লাবণ্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে শফিকুল ইসলাম শাহীন তার স্ত্রী ও এক মেয়েকে হত্যা করে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।