স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ মহানগর বিএনপি নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নেতারা।
বুধবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ময়মনসিংহ মহানগর শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপির ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত চিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেস আলী মামুন ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম। পরিচিতি সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি ময়মনসিংহ মহানগর শাখার দ্বিতীয় যুগ্ম আহবায়ক অধ্যপক শেখ আমজাদ আলী, বিএনপি নেতা রতন আকন্দ, লিটন আকন্দ, কাজী রানা, কায়কোবাদসহ প্রমুখ নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভোটবিহীন অবৈধ সরকার পতনের এক দফা, এক দাবী আন্দোলন ত্বরান্বিত অবৈধ সরকার পতন হচ্ছে শীঘ্রই।