স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের সাথে সদরের ২৭টি গ্রাম উন্নয়ন কমিটির দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরীত হয়েছে।
বুধবার ময়মনসিংহ জেলা প্রশাসক মো: মিজানুর রহমান ও সদরের ২৭টি গ্রামের উন্নয়ন কমিটির ২৭জন সভাপতি পৃথকভাবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কেএম গালিব খান, ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ময়মনসিংহ ব্রাঞ্চের এপি ম্যানেজার রাজু গমেজ, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমিত রায়, কালের কন্ঠের সাংবাদিক নিয়ামুল কবির সজল।
চুক্তিতে সদর উপজেলার গ্রামগুলোর আর্তসামাজিক অবকাঠামো, কৃষি,শাকশব্জী চাষসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে গ্রাম উন্নয়ন কমিটি কাজ করবে বলে উল্লেখ করা হয়।