ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় কৌশলে ৮ বছরের শিশুকে বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের বৃদ্ধ বদির উদ্দিনের বিরুদ্ধে।
এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করলে সোমবার (১৩ জানুয়ারি) রাতে পুলিশ অভিযুক্ত বদির উদ্দিনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার বদির উদ্দিন তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের আব্দুল খালেকের ছেলে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ওই শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার বরাত দিয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গত ২ জানুয়ারি আট বছর বয়সী ওই শিশু বদির উদ্দিনের বাড়ির উঠানে খেলা করছিল। এ সময় বাড়ির মালিক বদির উদ্দিন তাকে চকলেট খাওয়ানোর কথা বলে ছলনার আশ্রয় নেয় এবং কৌশলে তাকে বসতঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
তিনি বলেন, এ ঘটনা স্থানীয়রা মীমাংসা করে দেবে বলে কালক্ষেপণ শুরু করলে পুলিশ বিভিন্ন সূত্রে খবর পায়। এরপর সোমবার বিকালে পুলিশ ওই শিশুর বাড়িসহ স্থানীয় এলাকায় খোঁজ-খবর নেয়। পরবর্তীকালে সোমবার রাতেই শিশুটির মা বাদী হয়ে বদির উদ্দিনকে আসামি করে তারাকান্দা থানায় একটি মামলা দায়ের করলে দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার বদির উদ্দিন ওই শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছে উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘শীঘ্রই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’