ময়মনসিংহ লাইভ ডেস্ক : তীব্র ঠাণ্ডায় যখন কাবু দেশের উত্তর ও মধ্যাঞ্চল সে সময় সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে বলে জানা গেছে আবহাওয়ার পূর্বাভাসে। ময়মনসিংহে আজ থেকেই তাপমাত্রা বাড়া শুরু হচ্ছে। তবে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ারও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আজ সোমবার সকাল ৯টা থেকে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়, আগামী ৭২ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রা ধীরে ধীরে আরো বাড়তে পারে।
তাপমাত্রা বাড়তে থাকায় দেশের চলমান শৈত্যপ্রবাহের আর বিস্তার ঘটবে না আগামী কয়েকদিনে। তবে সারাদেশে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ারও সম্ভাবনা রয়েছে।
আপাতত ঠাণ্ডা কমলেও এ মাসের শেষে অন্য একটি শৈত্যপ্রবাহ আসতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে। এছাড়া আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭.২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ছিল ১২.১ ডিগ্রি। এছাড়া রাজশাহীতে ৯, রংপুরে ৯.৮, খুলনায় ১১.৮, বরিশালে ১২, ময়মনসিংহে ১২.৪, সিলেটে ১৩.৮ এবং চট্টগ্রামে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।