কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত এনামুল মারা গেছে

নীলফামারীর কিশোরগঞ্জে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত এনামুল হক (৪০) মারা গেছেন। রবিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর বাহাগিলি ডাঙ্গাপাড়ার সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমানের সাথে একই এলাকার এনামুল হকের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। শনিবার সকালে বাকবিতন্ডার এক পর্যায়ে মতিয়ার রহমান দলবল নিয়ে এনামুলের উপর আক্রমণ করেন। তাকে বাঁচানোর জন্য স্বজনরা এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালায় মতিউরের লোকজন। এ সময় এনামুল ছাড়াও আইনুল (৩৯), মইনুল (৩২), মনারুল (২৮), আয়না (৬০), তাহাবুল (২০), অহিবুল (২৫) গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধিন অবস্থায় এনামুলে মৃত্যু হয়। খবর পেয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে আবেদুল (৪৮) ও কান্দুরী (৫৫) নামে দুজনকে আটক করে।

কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share this post

scroll to top