ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সংরক্ষিত বনাঞ্চলের পাশ দিয়ে নতুন করে বিদ্যুত সঞ্চালন লাইন স্থাপন করার পর বেশ কয়েকটি বানর বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আহত বানরগুলোকে চিকিৎসার জন্য গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের চিকিৎসা কেন্দ্রে আনা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সহায়তায় প্রাণীগুলোকে উদ্ধার করে সাফারি পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
বনবিভাগের তথ্যমতে, ফুলবাড়িয়ার সন্তোষপুর এলাকায় সাড়ে তিন শ’রও বেশি বানর বাস করে। এরই মধ্যে বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছে পায় ১০টিরও বেশি বানর।
বন্যপপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক জানান, সন্তোষপুর এলাকার সংরক্ষিত বনাঞ্চলের পাশ দিয়ে নতুন বিদ্যুতের সঞ্চালন লাইন স্থাপন করায় বনে থাকা বানরগুলো বিদ্যুতায়িত হয়ে আহত হচ্ছিল। এ সংক্রান্ত খবর দৃষ্টিগোচর হওয়ায় মানবিক কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বানরগুলোকে উদ্ধার করে চিকিৎসার নির্দেশ দেন। এ পরিপ্রেক্ষিতে শুক্রবার তাৎক্ষণিক সেখান থেকে ৩টি বানরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের চিকিৎসা কেন্দ্রে হস্তান্তর করা হয়।
চিকিৎসার পর বানরগুলো সুস্থ হয়ে উঠলে পরে ফুলবাড়িয়ার সন্তোষপুরে তাদের স্ব-স্থানে ছেড়ে দেয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেনারী কর্মকর্তা হাতেম সাজ্জাত জুলকার নাইম জানান, পার্কের চিকিৎসা কেন্দ্রে বানরগুলোর চিকিৎসা দেয়া হচ্ছে। উদ্ধারকৃত বানরগুলোর অধিকাংশই বিদ্যুতায়িত হয়ে শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
এদিকে বানরগুলোর নিরাপত্তার কথা চিন্তা করে বিদ্যুত কর্তৃপক্ষও উদ্যোগ গ্রহন করেছেন জানিয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর জেনারেল ম্যানেজার মকবুল হোসেন বলেন, ইতোমধ্যেই বনাঞ্চলের প্রায় ৫শ মিটার এলাকায় বিদ্যুতের উন্মুক্ত তার পরিবর্তন করে কভার তার দেয়া হয়েছে।