শতবর্ষে, বঙ্গবন্ধু শেখ মুজিব। বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে (১১ জানুয়ারি ২০২০) শনিবার বিকেলে মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা ও আবৃত্তি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক মোস্তাফিজুর বাসার ভাষানীর সভাপতিত্বে, কবি স্বাধীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. শাহাদাৎ হোসেন নিপু। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক অধ্যক্ষ আমীর আহাম্মদ চৌধুরী রতন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জয়িতা শিল্পী, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট ইমদাদুল হক সেলিম। এসময় আমন্ত্রিত অতিথি ছিলেন তারেক সালাউদ্দিন মাহমুদ।