ময়মনসিংহে চতুর্থদিনের মতো বিশেষ অভিযান অব্যাহত রেখেছে ময়মনসিংহ জেলা পুলিশ। অভিযানে গত ২৪ ঘণ্টায় মাদকসহ আরও ৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সাড়ে ১১টায় জেলা পুলিশের মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ২৪ ঘন্টায় জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ (তিনশত) গ্রাম গাঁজা, ১০৭ ( একশত সাত) গ্রাম হিরোইন, ৪০২ (চারশত দুই) পিস ইয়াবা ট্যাবলেট, এবং ৬টি (ছয়) প্যাথিডিন ইঞ্জেকশনসহ ১২টি উদ্ধারজনিত মামলায় মোট ১৫ (পনের) জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ৪৪ (চুয়াল্লিশ) জন, জুয়া আইনে ২৬ (ছাব্বিশ) জন এবং নিয়মিত মামলায় ১৫ (পনের) জনসহ মোট ৯২ বিরানব্বই) জন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।