ময়মনসিংহে মৎস্যচাষী মিলন মেলা ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনে অনুষ্ঠানের আয়োজন করে ‘মৎস্যচাষী বাংলাদেশ’ নামের একটি সংগঠন। মিলন মেলা অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল।
বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়টির সাবেক ভিসি ড. আনোয়ারুল ইসলাম ও মৎস্যবিজ্ঞান বিভাগের ডিন ড. আহসান বিন হাবিব। এ সময় আরও উপস্থিত ছিলেন মৎস্য অনুষদের শিক্ষক, গবেষক ও দেশের বিভিন্ন জেলা থেকে আসা মৎস্যজীবীরা।