মো. আব্দুল কাইয়ুম : প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ বা আইজিপি ব্যাজ’ বাংলাদেশ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা আইজিপি ব্যাজ লাভ করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জয়িতা শিল্পী। জাতীয় পুলিশ সপ্তাহের তৃতীয় দিন রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টারে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মঙ্গলবার ৭ জানুয়ারি সকাল ৯ টায় আইজিপি ড. মো: জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) জয়িতা শিল্পীকে এই ব্যাজ পরিয়ে দেন।
চৌকুস ও দক্ষ পুলিশ অফিসার জয়িতা শিল্পী একজন সুবক্তা, নান্দনিক উপস্থাপক ও জনপ্রিয় লেখক। তিনি প্রবন্ধ, নিবন্ধ, কলাম লেখক ও গবেষক। কবি হিসাবেও তিনি অসামান্য জনপ্রিয়। ইতোমধ্যে জয়িতা শিল্পীর ২ টি প্রবন্ধগ্রন্থ ও ৩টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী বাল্যবিয়ে বন্ধসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত রেখেছেন।