মো. আব্দুল কাইয়ুম : বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আফজালুর রহমান বাবুকে সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহ আওয়ামীলীগের নেতাকর্মীরা। জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এই সংবর্ধনা দেয়া হয়। একেবারে ‘ক্লিন ইমেজের` এই নেতা প্রচারের অন্তরালেই থাকতেই বেশি পছন্দ করেন। তাঁর জন্মস্থান ময়মনসিংহ শহরেই।
শিক্ষাজীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন আফজালুর। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র তিনি। পড়েছেন রাজধানীর গভ. ল্যাবরেটরি স্কুলে। উচ্চ মাধ্যমিকে ভর্তি হন ঢাকা কলেজে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিষয়ে পড়েন আফজালুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই ছাত্রলীগের সঙ্গে যুক্ত হন তিনি। ব্যক্তিগত জীবনে আফজালুর এক কন্যা এবং এক পুত্রের জনক। ল্যান্ডমার্ক ফুটওয়্যার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মরত তিনি।
বুধবার বিকালে ময়মনসিংহের টাউন হল মাঠে এ উপলক্ষ্যে সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। জেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল হক এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলার সাংসদ বাবেল গোলন্দাজ, নান্দাইল উপজেলার সাংসদ আনোয়ারুল আবেদীন খান তুহিন, সংরক্ষিত মহিলা সাংসদ মনিরা সুলতানা, কেন্দ্রীয় আওয়ামীলীগের নেত্রী মারুফা আক্তার পপি, রেমন্ড আড়েং, সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট এবিএম নুরুজ্জামান খোকন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোফাখখারুল খোকন ও সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক সরকার মো. সব্যসাচি, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এর সভাপতি এবং জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আমিনুল হক শামীম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের নির্ধারিত সময়ের পূর্বেই দলীয় নেতাকর্মীদের ভীড়ে টাউন হল ময়দান লোকে লোকারণ্যে পরিণত হয়।