মুজিববর্ষ পালনে প্রধানমন্ত্রীর হাতে ১০ কোটি টাকার চেক দিলো ইসলামী ব্যাংক

ময়মনসিংহ লাইভ ডেস্ক: বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে মুজিববর্ষের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে  ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’এর জন্য ১০ কোটি টাকার চেক দিয়েছে দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার (৬ জানুয়ারি) বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপনের জন্য গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ১০ কোটি টাকার চেক তুলে দেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নাজমুল হাসান এবং ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুল উল আলম।

এসময় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Share this post

scroll to top