মো. আব্দুল কাইয়ুম : ময়মনসিংহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে সামনে রেখে উস্কানীমূলক বেনামী লিফলেটে তৈরি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করায় ময়মনসিংহের ২টি প্রেসে সীলগালা করেছে ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তরিকুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।
রোববার রাত ৯টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট তরিকুল ইসলামের উপস্থিতিতে পুলিশ ছোটবাজারের স্বাধীন গ্রাফিক্স, পাক প্রেস ও নিউ হোসেন এন্ড আলী ব্রাদার্সে তল্লাশি চালায়। এ সময় এসব প্রেস থেকে সরকার বিরোধী উষ্কানীমূলক প্রায় পাঁচ হাজার লিফলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্বাধীন গ্রাফিক্সের কম্পিউটারম্যান দীপঞ্জয় সরকার, পাক প্রেসের ম্যানেজার বাদল ও মেশিনম্যান জাহাঙ্গীর কে আটক করেছে ডিবি পুলিশ। স্বাধীন গ্রাফিক্স এর যে কম্পিউটার দিয়ে লিফলেটটির ডিজাইন করা হয়েছে সে কম্পিউটারটিও জব্ধ করা হয়েছে। তবে এ ষড়যন্ত্রের পেছনে বড় কোন প্রেস ব্যবসায়ী জড়িত থাকার বিষয়টিও উড়িয়ে দিচ্ছেনা পুলিশ।
নির্বাহী ম্যাজিষ্টেট তরিকুল ইসলামের ভাষ্যমতে, ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিল অভিযুক্তরা । সরকারের একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ, কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক মুশফিকুর রহমান, খন্দকার শাকের আহম্মদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উল্লেখ্য, আগামী ২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সফর করবেন।