ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন হয়েছে ময়মনসিংহে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ময়মনসিংহের উদ্যোগে দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা দ্রুত এই ঘটনার সাথে জড়িতের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে নারীদের জন্য নিরাপদ পথ নিশ্চিতে আইনশৃংখলা রক্ষাকারি বাহিনীর প্রতি আহ্বান জানান হয়।

এর আগে রোববার রাতে রাজধানীর কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর ভুক্তভোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি পেছন থেকে আক্রমণ করে। এ সময় তাকে মারধরও করা হয়। এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। অচেতন অবস্থায় তাকে ধর্ষণ করা হয়। রাত ১০টার দিকে জ্ঞান ফেরার পর তিনি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে এক বান্ধবীর বাসায় যান। এরপর সহপাঠীরা তাকে ক্যাম্পাসে নিয়ে আসেন। সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

Share this post

scroll to top