ময়মনসিংহে পুলিশের অভিযানে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে ২০০

ময়মনসিংহে গত দুই দিনে বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  এ সময় মাদকদ্রব্যও উদ্ধার  করা হয়।

মঙ্গলবার দুপুর ১২টায় জেলা পুলিশের সংবাদে জানানো হয়, ৬ জানুয়ারি বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি ৮১৫ গ্রাম গাঁজা, ১৩২ গ্রাম হিরোইন, ৩৬৬টি ইয়াবা, ৪৬ লিটার চোলাই মদসহ ২৯টি উদ্ধারজনিত মামলায় মোট ৩২ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ৪২ জন, জুয়া আইনে ১১ জন এবং নিয়মিত মামলায় ১৮ জনসহ মোট ১০৩ জনকে গ্রেপ্তার করা হয় ।

৫ জানুয়ারি বিশেষ অভিযান পরিচালনা করে একটি পাইপ গান, ১ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ৪০.৫০ গ্রাম হিরোইন, আটটি ইঞ্জেকশন, ৪৪৭টি ইয়াবাসহ ২৭টি উদ্ধারজনিত মামলায় মোট ৩২ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ৩৮ জন এবং নিয়মিত মামলায় ২৭ জনসহ মোট ৯৭ জন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে।

Share this post

scroll to top