ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে ৯৭ জন গ্রেফতার

ময়মনসিংহে বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৩৮ আসামিসহ ৯৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ জানুয়ারি) দুপুর থেকে সোমবার (৬ জানুয়ারি) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। গ্রেফতারকৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এসময় একটি পাইপ গানসহ দুইজন, সাড়ে ৪০ গ্রাম হেরোইন, আট পিস নেশা জাতীয় ইঞ্জেকশন, দেড় কেজি গাঁজাসহ ৩০ মাদকব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত ৩৮ ও নিয়মিত মামলার ২৭ আসামিসহ ৯৭ জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। সূত্র: বাংলানিউজ

Share this post

scroll to top