স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দের নির্দেশে বিশেষ অভিযানে আন্তঃজেলা মাদক কারবারী চক্রের ০৮ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা সকলেই মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ১১০ গ্রাম হেরোইন ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলো- নান্দাইল থানার মৃত নুরুল ইসলামের ছেলে মো. ফরিদ, মাইজবাড়ির আব্দুস ছালামের ছেলে মো. রোমান মিয়া, কোতোয়ালী থানার মোয়াজ্জেম হোসেনের ছেলে সুমন মিয়া, ত্রিশাল থানার আইয়ুব আলীর ছেলে সাইদুর রহমান হিমেল রফে হিলন, কোতোয়ালীর মোয়াজ্জেম হোসেন আকন্দের ছেলে হাসান মাহমুদ আকন্দ রকি,ঈশ্বরগঞ্জ উপজেলার বারেকের ছেলে নাঈম মিয়া, গফরগাঁয়ের জামাল উদ্দিনের ছেলে রিয়াজুল ও রতনের ছেলে আল আমিন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।