ময়মনসিংহে নির্মিত হচ্ছে ‘জয় বাংলা চত্বর’

ময়মনসিংহ লাইভ ডেস্ক : বঙ্গবন্ধুর স্মৃতি রক্ষার্থে ময়মনসিংহে নির্মিত হচ্ছে স্বাধীনতা ভাস্কর্য ‘জয় বাংলা চত্বর’। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটুর উদ্যোগে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন এ চত্বর নির্মাণের কাজ পুরোদমে চলছে। ময়মনসিংহ শহরের পাটগুদাম চায়না ব্রিজ ও বেড়িবাঁধের পার্শ্বে সদ্য নির্মিত লিংক সড়কের মধ্যবর্তী জায়গায় নির্মিত হচ্ছে এ চত্বরটি।

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, সম্প্রতি নির্মাণ বাস্তবায়ন প্রক্রিয়াধীন এ চত্বরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মেয়র ইকরামুল হক টিটু। এ চত্বরে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ চল্লিশ ফুট উচ্চতা বিশিষ্ট বিশাল প্রতিকৃতি নির্মাণ করা হবে। ওই চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন ও মহান মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে নান্দনিক পরিবেশ সৃষ্টি করা হবে।

ভাস্কর্যটির নির্মাণ নকশা করেছেন অনুপম সরকার জনি। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় আমার জন্ম হয়নি বলে তাতে অংশ নিতে পারিনি। একজন ভাস্কর হিসেবে এটি নির্মাণ করার উদ্দেশ্য মুক্তিযুদ্ধের কিছুটা স্বাদ নেওয়া।

ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেন, তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরতে ও তার স্মৃতি রক্ষার্থে এ প্রতিকৃতি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন ‘জয় বাংলা চত্বরে’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা এবং নান্দনিক পরিবেশ সৃষ্টি করা হবে বলে তিনি জানান।

Share this post

scroll to top