দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: কর্মক্ষেত্রে দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করার জন্য আইজিপি এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ পাচ্ছেন নেত্রকোনার দুর্গাপুর থানার ওসি মোঃ মিজানুর রহমান।
২০১৯ সালে নিজ কর্মক্ষেত্রে মাদক, চোরাচালান রোধ, সেবাধর্মী ও সাহসিকতা পূর্ণ সকল কাজের স্বীকৃতিস্বরূপ ‘আইজিপি পদক-২০২০ জন্য তাকে মনোনীত করা হয়। শুধু তাই নয় ইতিপূর্বে মাদক, চোরাচালান রোধ, অপহরণ, হত্যার রহস্য উন্মোচনের জন্যও বেশ কয়েকবার জেলা ও ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন মিজানুর রহমান।
ওসি মিজানুর রহমান জানান, পুরস্কার মানুষকে সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করে । তেমনি আমাকেও এই পদক সামনের দিনগুলোতে আরো দক্ষতার সাথে কাজ করার জন্য অনুপ্রাণিত ও উৎসাহিত করবে । পাশাপাশি দুর্গাপুর থানার সকল পুলিশ সদস্য ও দুর্গাপুর বাসীকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই কারণ তাদের সার্বিক সহযোগিতার কারণে আজ আমি এই পদকের জন্য মনোনীত হয়েছে। তাই এই পদক দুর্গাপুরের সবাইকেই উৎসর্গ করলাম।
এবছর ‘আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পাবেন বাংলাদেশ পুলিশের ৫৯৫ জন সদস্য। ৬টি বিশেষ ক্যাটাগরিতে দেয়া হবে পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এ পুরস্কার।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) ঢাকার রাজারবাগ প্যারেড গ্রাউন্ড পুলিশ সপ্তাহ অনুষ্ঠানের মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।