ময়মনসিংহ লাইভ ডেস্ক : আইজিপি ব্যাজ পাচ্ছেন ময়মনসিংহের গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী। ৭ জানুয়ারি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আনুষ্ঠানিকভাবে ব্যাজ পরিয়ে দিবেন বলে জানা গেছে । গৌরীপুর সার্কেলে পরোয়ানাভূক্ত আসামি গ্রেপ্তার , মাদক উদ্ধার ও মাদক কারবারি গ্রেপ্তার ও জুয়া বন্ধসহ সফলতার স্বরূপ হিসাবে তিনি ব্যাচ পাচ্ছেন।
নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার সাখের হোসেন সিদ্দিকী ইতোপূর্বে ময়মনসিংহ জেলার ফুলপুর সার্কেলেরও দায়িত্ব পালন করেন । প্রসঙ্গত, ময়মনসিংহ রেঞ্জ পুলিশে তিনি শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন । গত দুই বছরে চারবার শ্রেষ্ঠ হয়েছেন তিনি ।
সার্কেলধীন এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেপ্তার , মামলার তদন্তসহ পুলিশের পেশাদারিত্বের গৌরবউজ্জল ভূমিকা পালন করে আসছেন সাখের হোসেন সিদ্দিকী। এ ব্যাপারে সাখের হোসেন সিদ্দিকী জানান, কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ এ প্রাপ্তিতে পেশাদারিত্ব ও কর্ম উদ্দীপনা আরো বাড়িয়ে দিবে।