ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রীজের মোড় হতে ০১ টি দেশীয় তৈরী পাইপগানসহ ০২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
র্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রীজের মোড় এলাকায় কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে জানতে পেয়ে অভিযান পরিচালনা করে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফোর্সসহ রোববার ভোরে পাটগুদাম ব্রীজের মোড় থেকে মোঃরায়হানইসলাম @ সবুজ (২৫), পিতা- হাসানআলী, ২। নাঈম (২৬), পিতা- মোঃবাবুল, উভয়সাং- সাং- গোহাইলকান্দি (একাডেমী রেললাইন), থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।