স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ জন জুয়ারি, ৩৩ ইয়াবা ট্যাবলেট ২জন ও ১৬ গ্রাম হিরোইন সহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে। ডিবির অফিসার ইনচার্জ শাহ কামাল জানান, শনিবার থেকে রোববার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
মুক্তাগাছায় অভিযান চালিয়ে লক্ষীখোলা হতে জুয়া খেলারত অবস্থায় ১০৪ টি তাস ও নগদ টাকাসহ জুয়ারি মোঃ সেলিম মিয়া (৪৫) দুলাল সূত্র ধর (৫০), মোঃ আরিফ রব্বানী (২৮), মোঃ মাহবুব আলম (৪৭), মোঃ আঃ রহিম (৪২), মোঃ মোফাজ্জল হোসেন (২৮), জাহিদুল আলম (৫৪), রেজাউল (৩৫) গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে গাঙ্গীনারপাড় বিদ্যাময়ী স্কুলের সামনে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বাঘমারার মোঃ জাহিদুল হাসান মিন্টু (৩২), মোঃ রহমত উল্লাহ (৩৮), আকুয়া মার্কাস মসজিদের সামনে পাকা রাস্তা হতে ১৬ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ বাবুল মিয়া(৪৫), মোঃ রুবেল সরকার (২৫), মাসকান্দা পাসপোর্ট অফিসের পিছনে, মোছাঃ মুন্নি আক্তার রৌশন (৩০), মোছাঃ শিরিন আক্তার (৩৫)কে গ্রেফতার করা হয়।
ভালুকায় অভিযান চালিয়ে ভালুকা সদরের খান কনফেকশনারী সামনে হতে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহরিয়ার আহম্মেদ ইমন (২১), মোঃ নিজাম উদ্দিন (২৮), গ্রেফতার করা হয়। এদেরকে গ্রেফতার করেন এসআই মোঃ মোবারক হোসেন ও এসআই (নিঃ) মোঃ আক্রাম হোসেন, এসআই মোঃ আনোয়ার হোসেন ও এসআই (নিঃ) মোঃ নাজিম উদ্দিন ও এসআই মোঃ মাসুদ জামালী।