ময়মনসিংহে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫ জানুয়ারী পর্যন্ত

ময়মনসিংহ শহরসহ অন্যান্য জায়গায় বৃহস্পতিবার রাতের শেষাংশ থেকে থেমে থেমে বৃষ্টি শুরু হয়। পুরো আকাশ মেঘাচ্ছন্ন। তাপমাত্রা অনেকটাই কমেছে। বেড়েছে বাতাসের গতি। ঘন্টায় ১০ কি.মি বেগে প্রবাহিত হচ্ছে বাতাস। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শীতের তীব্রতা বাড়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষ।

আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ বলেন, আগামী  ৪ ও ৫ জানুয়ারি ময়মনসিংহসহ সারাদেশে বৃষ্টি শুরু হবে এবং তাপমাত্রা কমতে থাকবে। গ্রামাঞ্চলে শীতের তীব্রতা বেশি অনুভূত হবে।

তিনি জানিয়েছেন, ৩ জানুয়ারির পর থেকে দেশের তাপমাত্রা কমতে থাকবে। ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারির মধ্যে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাবে। মাসের মাঝামাঝিতে জেঁকে বসতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ। মাসের শেষদিকে আবারও তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওযার সম্ভাবনা রয়েছে। এসময় দেশের বিভিন্ন জেলা-উপজেলায় কনকনে শীত অনুভূত হতে পারে। বিশেষ করে গ্রামাঞ্চলে শীতের প্রভাব বেশি থাকবে।

সামছুউদ্দিন আহমেদ বলেন, গত ডিসেম্বরে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহে সর্বনিন্ম তাপমাত্রা ছিল চার দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস, যা গত বছর ছিল দুই দশমিক চার। এবছর সর্বনিন্ম তাপমাত্রা কত হবে সেটা বলা যাচ্ছে না। সেটা কয়েকদিন পর বোঝা যাবে। তবে এবার তীব্র শৈত্যপ্রবাহ থাকবে, সেটি অনুমান করা যাচ্ছে। ঢাকায় মাঝারি শৈত্যপ্রবাহ হবে। তবে গত বছরের তুলনায় এবার ঢাকায় শীতের তীব্রতা একটু বেশি হতে পারে।

Share this post

scroll to top