ময়মনসিংহে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলো- নগরের সেহড়া মুন্সিবাড়ী এলাকার রনি (৩০), কৃষ্টপুর আদর্শ কলোনি এলাকার রফিকুল ইসলাম (২৭), ত্রিশালের শ্যামবাড়ি এলাকার সোহেল (৩২) ও মুক্তাগাছার পয়ারকান্দি এলাকার ইমরান হোসেন (১৯)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে নগরের কেওয়াটখালি এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় সেখানে অভিযান চালায় ডিবির সদস্যরা। এ সময় তিনটি দেশীয় অস্ত্রসহ ওই চার ডাকাতকে আটক করা হয়।
পরে আটককৃত চার ডাকাত এর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।