প্রবাসী ভাইকে নিয়ে বাড়ি ফেরার পথে স্বামীসহ বোন নিহত

প্রবাসী ভাইকে নিয়ে বাড়ি ফেরার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে স্বামীসহ বোন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনায় প্রাইভেট কারের চালকসহ আহত হয়েছেন আরো দুজন। নিহতরা হলেন- সাইফুল ইসলাম ও তার স্ত্রী রুমি আক্তার। তারা রুমির প্রবাস ফেরত ভাই হুমায়ুন কবিরকে ঢাকা এয়ারপোর্ট থেকে তাদের বাড়ি নোয়াখালীর কবিরহাটে নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ মিয়াবাজার ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম জানান, ঢাকা এয়ারপোর্ট থেকে প্রবাস ফেরত যাত্রী নিয়ে নোয়াখালী যাচ্ছিল প্রাইভেটক কারটি। পথে চৌদ্দগ্রামের সুজাতপুরে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খায়। এসময় প্রবাস ফেরত হুমায়ুন কবির, তার বোন, বোনের স্বামী এবং চালক আহত হয়।

হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনী হতাহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা হাসপাতালে নেয়ার পর হুমায়ুনের বোন রুমি ও তার স্বামী সাইফুল মারা যায়। সূত্র : ইউএনবি।

Share this post

scroll to top