ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আজ সোমবারও পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মধুর ক্যান্টিনের একজন কর্মচারি আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার সকালে ককটেল বিস্ফোরণের এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ককটেলের স্পিলিন্টারের আঘাতে মধুর ক্যান্টিনের একজন কর্মচারী আহত হন। এই ঘটনার পরই ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানি। তবে কে বা কারা এই ঘটনা ঘটাতে পারে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
এর আগে রোববার ডাকসু ভবনে দুর্বৃত্তদের ছোড়া চারটি ককটেল বিস্ফোরিত হয়। রোববার ও সোমবার মিলে পরপর দুই দিন মধুর ক্যান্টিনের সামনে ৬টি ককটেলের বিস্ফোরণ হল। তারও আগে সপ্তাহের বৃহস্পতিবার একই স্থানে তিনটি ককটেলের বিস্ফোরণ হয়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে সোমবারের ককটেল বিস্ফোরণের ঘটনায় কে বা কারা দায়ী সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাউকেই চিহ্নিত করতে পারেনি।