ময়মনসিংহ সদর উপজেলা খাদ্য গুদামের ধান কিনতে কৃষকের নিকট থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয়ের প্রক্রিয়ায় লটারি করা হয়।
গতকাল শনিবার খাদ্য গুদাম ময়দানে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান।
উপজেলা খাদ্য গুদামের সার্বিক সহযোগিতায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- সদর ভূমি কর্মকর্তা এসিল্যান্ড এম সাজ্জাদুল হাসান, ময়মনসিংহ জেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু, সহ সভাপতি আরিফ উল্লা বাপ্পী,কামরুল হাসান যুগ্ন সম্পাদক শরিফ আহমেদ, কৃষি অফিসার তাহমিনা ইয়াসমিন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউদ্দিন অষ্টধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক হাসান মুক্তা।
এছাড়াও অনুষ্ঠানে ওসি এলএসডি,উপ সহকারী অফিসার ও অনান্য মেল মাল্লিক কৃষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সূত্র: সংগ্রাম