ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের পাশে রবিবার সকালে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. গোলাম রাব্বানী জানান, সকাল সোয়া ১০টার দিকে এসব ঘটনা ঘটে। তবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের ঘটনা হয়নি বলেও জানান তিনি।

প্রক্টর বলেন, ‘যারা ক্যাম্পসকে অস্থিতিশীল করতে চাইছে, তারাই এ ঘটনা ঘটিয়েছি। অপরাধীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।’

বাংলাদেশ ছাত্রলীগ ঢাবি শাখা সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন দাবি করেন, জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটিতে পদ বঞ্চিতরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

এদিকে, বিস্ফোরণের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এর আগে, গত বৃহস্পতিবার মধুর ক্যান্টিনের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় একটি ককটেল উদ্ধার করা হয়। সূত্র : ইউএনবি।

Share this post

scroll to top