দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

বাগেরহাট শহরের কাঁচাবাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে কামরুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনায় আহত হওয়া আরো দুই শ্রমিক হলেন- পিন্টু তালুকদার (৫০) ও জাকির হোসেন (৩৪)।

বাগেরহাট মডেল থানার ওসি (তদন্ত) পান্নু মিয়া জানান, দাঁড়িয়ে থাকা একটি ট্রাক থেকে কাঁচামাল খালাস করা হচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেল এসে ওই ট্রাকের পেছনে ধাক্কা দিলে মোটরসাইকেল চালকসহ দুই আরোহী আহত হন। তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালক কামরুলকে মৃত ঘোষণা করেন। সূত্র : ইউএনবি।

Share this post

scroll to top