ময়মনসিংহে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসাসেবা প্রদান ও কম্বল বিতরণ

ময়মনসিংহে দুই হাজার ২৫০ জন গরিব ও দুস্থকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, চার হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ এবং গবাদি পশু ও হাঁস-মুরগির চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনীর আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড।

গত বৃহস্পতিবার দুপুরে সদরের চুরখাই এলাকায় নাজিরাবাদ স্কুল ও কলেজে চিকিৎসাসেবা পরিদর্শন ও কম্বল তুলে দেন সদর দপ্তর আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এ সময় ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন, কর্নেল জাহেদ কামাল, লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, এ কার্যক্রমে মোট ৪ হাজার কম্বল বিতরণের পাশাপাশি ২ হাজার ২৫০ জন গরিব-অসহায় রোগীকে ২৭ জন ডাক্তার দ্বারা চিকিৎসাসেবা দেয়া হয়। একই সঙ্গে স্থাপিত ভেটেরিনারি ক্যাম্পে গরু, মহিষ, ছাগল, ভেড়া এবং হাঁস-মুরগির বিনামূল্যে টিকা, ব্যবস্থাপত্র ও ওষুধসহ চিকিৎসাসেবা প্রদান করা হয়।

এ ছাড়া গরু মোটাতাজাকরণ বিষয়ক পরামর্শ প্রদান, ঘাস চাষ, গবাদি প্রাণী পালন, খামার ব্যবস্থাপনাসহ গবাদি প্রাণীর সাধারণ রোগের লক্ষণ ও প্রতিকার বিষয়েও পরামর্শ দেয়া হয়। ভোরের কাগজ

 

Share this post