কুমিল্লায় নির্মাণাধীন ভবনের ছাদ ভেঙ্গে পড়ে এক শ্রমিক নিহত, আহত ১৫

কুমিল্লায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের ছাদ ভেঙ্গে পড়ে রেজা (২২) নামের একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো অন্তত ১৫ শ্রমিক। আহতদের মধ্যে ১১ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার  কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার রূপায়ন-দেলোয়ার টাওয়ারের তৃতীয় তলার ছাদ ঢালাইকালে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পুলিশ ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন জানান, শুক্রবার প্রায় ৪০ জন শ্রমিক সেখানে ঢালাইয়ের কাজ করছিল, ধারণা করা হচ্ছে নির্মাণাধীন ছাদের সেন্টারিংয়ের সমস্যার কারণে ছাদের একাংশ ভেঙ্গে পড়েছে। ঘটনাস্থল থেকে ১৫ জনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে হাসপাতালে নেয়ার পর রেজা নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই শ্রমিকের বাড়ি রংপুর জেলার পীরের হাট এলাকায়।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক প্রান নাথ জানান, ঘটনাস্থলে চাপা পড়ে থাকা অন্তত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে কুমিল্লা মেডিকেলে ১১ জন চিকিৎসাধীন রয়েছেন।

Share this post

scroll to top