বিশ্বের সবচেয়ে লম্বা মানুষের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ জিন্নাত। ৮ ফুট ৬ ইঞ্চি উচ্চতার ২২ বছর বয়সী এই যুবক বর্তমানে শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছেন।

বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে জিন্নাত আলীকে কক্সবাজার-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য সাইমুর সরওয়ার কমল তাকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে আসেন। এসময় সংসদে তাকে নিয়ে চারদিকে হইচই পড়ে যায়। তিনি যেখানেই যাচ্ছিলেন অসংখ্য মানুষ তাকে ঘিরে ধরছিলেন।

জিন্নাত আলী, কক্সবাজারের রামু উপজেলার বড়বিল গ্রামে আমির হামজা ও শাহফোরা বেগমের সন্তান। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি তৃতীয়। বয়স তার ২২ বছর। তার বর্তমান উচ্চতা ৮ ফুট ৬ ইঞ্চি। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক মো. ফরিদ উদ্দিনের অধীনে চিকিৎসাধীন। হাসপাতালের চারতলায় কেবিনে ভর্তি থাকা জিন্নাতের দেখাশোনা করছেন।

প্রধানমন্ত্রীর সাথে স্বাক্ষাৎকালে জিন্নাত আলীর চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top