আসেন আসেন, আগুন তেঁপে যান। হাত-পা গরম করেন। এ আগুন সবার জন্য। হ্যা, শুনতে ব্যতিক্রম মনে হলেও সত্য। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও শহরের আর্টগ্যালারী বাসস্ট্যান্ডে এ ভাবেই শীতে কাঁপতে থাকা যাত্রী-পথচারীদের ডাকছিলেন পরিবহণ শ্রমিকরা।
শ্রমিকদের ডাক শুনে এগিয়ে গিয়ে দেখা গেলো তারা আগুনের জ্বালিয়ে তার চারপাশ ঘিরে আগুন পোহাচ্ছেন। কে কত কাছে গিয়ে আগুনের তাপ গায়ে লাগাতে পারেন তা নিয়েও যেন চলছে ঠেলা-ধাক্কা। বিগত বেশ কয়েকদিন থেকে ঠাকুরগাঁওয়ে সূর্যের দেখা মিলছে না। গত দুইদিন সামান্য রোদ দেখা গেলেও বৃহস্পতিবার আবারো ঘন-কুয়াশার চাঁদরে ঢেকে গেছে ঠাকুরগাঁও। সাথে হাড় কাঁপানো হিমেল হাওয়ায় হাত-পা যেন হিম হওয়ার জোগাড়। একান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘর হতে বের হচ্ছেন না। এমতাবস্থায় মোটর শ্রমিকরা শীত নিবারণের জন্য আগুন পোহাচ্ছেন, পাশাপাশি অন্যদেরও আগুন পোহাতে ডাকছেন।
এ সময় শ্রমিকদের সাথে ছিলেন ঠাকুরগাঁও জেলা থ্রী হুইলার মালিক সমিতির সভাপতি ইন্দ্রজিৎ গুহ ঠাকুরতা রিংকু। তিনি বলেন, প্রচন্ড শীতে মোটর শ্রমিকরা যেন একটু স্বস্তি অনুভব করে সে জন্যই এখানে আগুন পোহানোর ব্যবস্থা করেছি। পাশাপাশি অন্যদেরও আহ্বান করছি আগুন পোহাতে।