নতুন বছরে ময়মনসিংহের ২৯ লাখ শিক্ষার্থী পাবে ৩ কোটি নতুন বই

প্রতিবছরের মতো এবারও ময়মনসিংহ বিভাগে নতুন বছরের শুরুর দিন বিভাগের চার জেলায় প্রায় ২৯ লাখ শিক্ষার্থীর হাতে প্রায় ৩ কোটি বই তুলে দেয়া হবে বিনামূল্যের নতুন বই।

ময়মনসিংহ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষা কর্মকর্তারা বলছেন, ময়মনসিংহ বিভাগের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বার্ষিক পরীক্ষার পর ফলাফল ঘোষণাও হয়ে গেছে। নতুন ক্লাসে ওঠা শিক্ষার্থীরা বছরের প্রথম দিনই হাতে পাবে নতুন বই। সে লক্ষ্যে প্রস্তুতি চলছে পুরোদমে। উপজেলা সদরের গোডাউন থেকে প্রতিদিনই বই যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এবার বইয়ের কাগজ ও ছাপা দুটোই ভালো হয়েছে বলে জানান শিক্ষকরা।

ময়মনসিংহ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ বিভাগের চার জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ১১ হাজার ১৬৯টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৩ কোটি বই বিতরণ করা হবে। ইতোমধ্যে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে বই পৌঁছে গেছে। চলছে বই উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি।

বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বিভাগের সব শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। সূত্র: বিডিলাইভ২৪

Share this post

scroll to top