ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে অফিস করলেন সাবেক মেয়র ইকরামুল হক টিটু। এরি মধ্য দিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল।
বুধবার সকালে সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে দোয়া মাহফিল শেষে আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশনের কার্যক্রম শুরু হয়েছে। এ সময় সিটি করপোরেশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ প্রথম প্রশাসক ইকরামুল হক টিটুকে ফুলের তোড়া ও মালা দিয়ে বরণ করে নেন। সিটি প্রশাসক হিসেবে দায়িত্ব নেয়ার সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া, মেডিকেল অফিসার বাবু এইচ কে দেবনাথ, প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম, সহকারী প্রকৌশলী জিল্লুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা বাবু অসীম কুমার সাহা ও আবুল কালাম আজাদ এবং সেনেটারী ইন্সপেক্টর দীপক মুজমদারসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।