মো. আব্দুল কাইয়ুম : ময়মনসিংহ বিভাগীয় সেরা জয়িতার পুরষ্কার লাভ করেছেন ময়মনসিংহের ১০ সফল নারী। বুধবার স্থানীয় টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বাচাইকৃত বিভাগীয় জয়িতাদের নগদ অর্থ, ক্রেস্ট, সার্টিফিকেটসহ অন্যান্য পুরষ্কার প্রদান করেন।
‘জয়িতা অণ্বেষণে বাংলাদেশ’ ২০১৭ প্রতিযোগিতায় বাচাইকৃত জয়িতাগণ হলেন রোকেয়া বেগম, সৈয়দা সেলিমা আজাদ, নাসরিন তাবাস্সুম কেয়া, ড. নার্গিছ সুলতানা লাকি, আমিনা খাতুন, জান্নাতুল মাওয়া শিউলি, আনোয়ারা খাতুন, আনোয়ারা বেগম, শেফালি হাজং ও নেত্রকোণা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ সালমা আক্তার।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার এইচএম লোকমানের সভাপতিত্বে পুরষ্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কাজী রওশন আক্তার, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ নূরুল আলম, ময়মনসিংহের জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, শেরপুর জেলা প্রশাসক আনার কলি মাহবুব, নেত্রকোণা জেলা প্রশাসক মইনুল ইসলাম, ময়মনসিংহ জেলা পরিষেদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামূল আলম, অতিরিক্ত পরিচালক দিলরুবা শাহনাজ খানম প্রমূখ।