৪ দিন পর সূর্যের দেখা পেলো ময়মনসিংহবাসী

পৌষের শুরুতেও ঠান্ডার সেই ভাব টের পায়নি ময়মনসিংহবাসী। কিন্তু এই মাসের দিন কয়েক অতিবাহিত হওয়ার পরই সব কিছু পরিবর্তন হতে থাকে দ্রুত। তাপমাত্রা ১২ ডিগ্রিতেও চলে এসেছে কয়েকদিন। মূলত দেশব্যাপী শৈত্যপ্রবাহের কারণেই এমনটা হয়েছে। যারফলে তিন দিন সূর্যের দেখা পায়নি ময়মনসিংহবাসী। চতুর্থদিনে সোমবার সূর্যের দেখা পেয়েছে ময়মনসিংহবাসী।

এদিকে ময়মনসিংহ ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা রোববার (২২ ডিসেম্বর) সামান্য বেড়েছিল। সোমবারও (২৩ ডিসেম্বর) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘আজকে ময়মনসিংহের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৯৩ শতাংশ।’

‘এ ছাড়া ময়মনসিংহ ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।’

এ দিকে রোববার সন্ধ্যায় সারাদেশের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী দুই দিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। তার পরবর্তী ৫ দিনের প্রথমদিকে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।

Share this post

scroll to top