পদ্মায় ট্রলার ডুবিতে নিখোঁজ ৪

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের অন্তরমোর এলাকায় পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনায় চারজন শ্রমিক নিখোঁজ রয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

পাবনা থেকে পাথর বোঝাই একটি ট্রলার রাজবাড়ীর সদর উপজেলার গোড়ার বাজার ঘাট এলাকায় আসছিল। ট্রলারটি অন্তর মোড় এলাকায় আসার পর প্রবল স্রোত ও অতিরিক্ত পণ্য বোঝাই থাকার কারণে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা মাঝিসহ ১০ জন শ্রমিকের মধ্যে ছয় জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাঁকি চার উঠতে পারেনি।

নিখোঁজ থাকা চার জন হল সিরাজগঞ্জ জেলার সাজাহান শেখের ছেলে নুরুজ্জামান শেখ (৪০), আলতাফ প্রামানিকের ছেলে ফারুক প্রামানিক (৪০), আবু শেখের ছেলে আব্দুল শেখ (৩৫) ও আমজাদ শেখের ছেলে আলামিন শেখ (৪৩)। নিখোঁজ সবার বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রহমান বলেন, ট্রলার ডুবির ঘটনার পর আমরা গোয়ালন্দ ফায়ার সার্ভিসের ইউনিট গিয়ে নিঁখোজদের উদ্ধারের জন্য কাজ করি। কিন্তু শুক্রবার সন্ধ্যা রাত পর্যন্ত অভিযান চালিয়ে নিখোঁজ চারজনের কাউকে উদ্ধার করতে পারিনি। আজ শনিবার সকাল থেকে উদ্বারকারী যান হামজা আসার পর আবার উদ্ধার অভিযান শুরু করা হবে।

Share this post

scroll to top