‘রাজাকার তালিকা করতে ৬০ কোটি টাকা খরচ একটি অসত্য সংবাদ’

ময়মনসিংহ লাইভ : ‘রাজাকার তালিকা করতে ৬০ কোটি টাকা খরচ হয়েছে সংবাদটি অসত্য’ বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। আজ (১৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, “এই তালিকা প্রণয়নের জন্য কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি বা বরাদ্দ চাওয়া হয়নি। কাজেই একটি পয়সা খরচের প্রশ্নই বাসে না।”

“এটি একটি অসত্য তথ্য,” বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ সংবাদ প্রকাশ ও প্রচারকারী কর্তৃপক্ষ সংবাদটি প্রত্যাহার করে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী জানিয়েছেন।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বরাত দিয়ে কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকায় স্থগিত হওয়া রাজাকারের তালিকা করতে ৬০ কোটি টাকা ব্যয় হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল ১৮ ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ দফতরে সংবাদ সম্মেলন হয়। এ সংবাদ সম্মেলনে ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রায় ১০০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এটি সরকারিভাবে সংরক্ষিত আছে। ব্রিফিংকালে রাজাকারদের তালিকা তৈরির ব্যয়ের বিষয়ে মন্ত্রী কোনো কিছুই বলেননি। কোনো কোনো গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের সংবাদ প্রচার করছে, যা অনভিপ্রেত। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবগত নয়।

বিজ্ঞপ্তিতে এ ধরনের অসত্য সংবাদ প্রকাশ বা প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। সূত্র : দ্যা ডেইলি স্টার

Share this post

scroll to top