সিরাজগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে চালক ও হেলপার নিহত, আহত ১০

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিণচড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন।

আজ বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক রাজু আহমেদ (২৮) বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বাসিন্দা ও হেলপার হামজালা রনির (২২) বাড়ি উপজেলার কুন্দারহাট গ্রামে।

হাটিকুমপুর হাইওয়ে থানার ওসি আক্তারুজ্জামান জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ট্রাকচালক রাজুর মৃত্যু হয়। এসময় আহত হন ট্রাকের হেলপারসহ ১১ জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া পথে হেলপার রনির মৃত্যু হয়।

 

আরো পড়ুন

সিরাজগঞ্জে বাস ট্রাক সংঘর্ষে চালক ও হেলপার নিহত, আহত ১০

ময়মনসিংহ লাইভ ডেস্ক : সারাদেশের মতো ময়মনসিংহেও শীতের কাঁপুনি শুরু হয়েছে। সাথে সাথে কমছে তাপমাত্রাও। এ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে। ১৮ ডিসেম্বর, বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে ছিলো ১৩ ডিগ্রি সেলসিয়াস। নেত্রকোনায় ছিলো ১২.৭ ১৩ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া ২০, ২১ ও ২২ ডিসেম্বর দেশের কিছু কিছু জায়গায় প্রথম মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে তাপমাত্রা ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ময়মনসিংহে ১৩ ডিগ্রি, রাজশাহীতে ১১ দশমিক ৪, খুলনায় ১৫, বরিশালে ১৪ দশমিক ৫, রংপুরে ১৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘দেশের বেশির ভাগ অঞ্চলের তাপমাত্রা কমে শীত অনুভূত হচ্ছে। আরও দু-তিন দিন তাপমাত্রা কমা অব্যাহত থাকবে। এ সময়ে সর্বনিম্ন তাপমাত্রা কমে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে। তবে ঢাকায় তাপমাত্রা এই পরিমাণ কমার কোনো সম্ভাবনা নেই। মূলত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল, যশোর, চুয়াডাঙ্গাসহ ময়মনসিংহ অঞ্চলের তাপমাত্রা কমতে থাকবে।

তবে ২২ ডিসেম্বরের পর আবার তাপমাত্রা বেড়ে যাবে। ২৫ ডিসেম্বরের পরে আবার মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আসতে পারে।

Share this post

scroll to top