নতুন ১০ উপদেষ্টা যোগ হচ্ছে আ’ লীগে

উপদেষ্টা বাড়ছে আওয়ামী লীগে। ২১তম জাতীয় কাউন্সিলে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ১০ জন বাড়ানো হবে।

বুধবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বলে দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ছিল ৪১ জন। ১০ জন যোগ হলে উপদেষ্টার সংখ্যা হবে ৫১ জন।

এছাড়া আওয়ামী লীগ থেকে সহ সম্পাদক পদ বাদ পড়ছে। কাউন্সিল সামনে রেখে তিন সদস্যের নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। বাকি দুই সদস্য হলেন-ড. সাইদুর রহমান ও ড. মশিউর রহমান।

Share this post

scroll to top