ময়মনসিংহ লাইভ ডেস্ক : ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় বেসামরিক প্রশাসনে কর্মরত সরকারি কর্মচারীদের দৈনিক ভাতা সাধারণ হারের চেয়ে ৩০ শতাংশ বাড়িয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি গত ১২ ডিসেম্বর জারি করা হয়। এ আদেশ জারির তারিখ থেকে ভাতা কার্যকর হবে।
বুধবার (১৮ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ বিভাগের ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে অনুবৃত্তিক্রমে ব্যয়বহুল স্থান হিসেবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট, নারায়ণগঞ্জ ও গাজীপুর শহর এবং সাভার পৌর এলাকার ন্যায় ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় বেসামরিক প্রশাসনে কর্মরত সরকারি কর্মচারীগরা দৈনিক ভাতা সাধারণ হারের চেয়ে অতিরিক্ত ৩০ শতাংশ হারে নির্ধারণ করা হলো।প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন Pro-3 Is Moymensing is Cost