ময়মনসিংহে আর্ন্তজাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি

স্টাফ রিপোর্টার : “দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্পদ দুই-ই মেলে” এই শ্লোগানকে সামনে রেখে আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালন করেছে ময়মনসিংহে জেলা প্রশাসন। এতে অংশ নেয় জেলা কর্মসংস্থান ও জনশক্তি ব্যুরো এবং টিটিসি।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মিজানুর রহমান। র‌্যালিটি মাসকান্দা  কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক শিক্ষার্থী, বিভিন্ন দেশে গমনেচ্ছু প্রশিক্ষণার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। র‌্যালী শেষে টিটিসির  ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: মিজানুর রহমান।

Share this post

scroll to top