চীনা নাগরিক হত্যায় দুইজন গ্রেফতার

ঢাকার বনানীতে চীনা নাগরিক হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। গাউজিয়ান হুই নামের ওই ব্যক্তিকে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়েছিল। গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (উত্তর) মশিউর রহমান জানান, আব্দুর রউফ (২৬) ও এনামুল হক (২৭) নামের ওই দুইজনকে মঙ্গলবার রাতে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তবে গ্রেফতারকৃতদের পরিচয় বা হত্যাকাণ্ডে তাদের ভূমিকা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেননি এই পুলিশ কর্মকর্তা।

গত বুধবার বনানীর ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর ভবনের পাশ থেকে গাউজিয়ান হুইয়ের লাশ উদ্ধার করে পুলিশ। ভবনের পাশের ফাঁকা জায়গায় মাটিতে পুঁতে রাখা হয়েছিল তার লাশ। লাশ উদ্ধারের পর তার বন্ধু জাঙ শান-হং ১১ ডিসেম্বর রাতে বনানী থানায় গিয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন।

৪৭ বছর বয়সী হুই দশ তলা ওই ভবনের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকতেন। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানা গেছে ময়নাতদন্তে।

Share this post

scroll to top